‘পুকুরের মাছ ভাগাভাগি নিয়ে সংঘর্ষ’ ঘটনার প্রধান হোতা কারাগারে

পটিয়ায় যৌথ মালিকানাধীন পুকুরের মাছ ভাগাভাগি নিয়ে সংঘর্ষের ঘটনার দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৬ জুন) পটিয়ার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক বিশ্বেস্বর সিংহ জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো প্রধান আসামি সেকান্দর খান (৪০) উপজেলার ছনহরা ইউনিয়নের উত্তর ছনহরা এলাকার কবির আহমদের পুত্র।

জানা যায়, গত ১৫ মে উত্তর ছনহরা এলাকায় যৌথ মালিকানাধীন ৬২ শতকের একটি পুকুরে মাছ ভাগাভাগির এক পর্যায়ে প্রধান আসামি সেকান্দর খানসহ একদল সন্ত্রাসী লাঠিসোঁটা ও দা দিয়ে হামলা চালিয়ে চারজনকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেন। এ সময় স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে পটিয়া হাসপাতালে পরে তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ১৯ মে একই এলাকার নুর মোহাম্মদ বাদি হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এতে ৭ জনের নাম উল্লেখ করে আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলার ৬ আসামি ২৭ মে আদালতে আত্মসমর্পণ করলে জামিন দেন। কিন্তু ওই মামলার প্রধান আসামি সেকান্দর খান পলাতক ছিলেন।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!