পিরোজপুর থেকে চুরি করে এনে ১৩ ভরি স্বর্ণসহ চট্টগ্রামে ধরা

পিরোজপুর থেকে চুরি করে এনে ১৩ ভরি ৭ আনা স্বর্ণালঙ্কারসহ চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছে খালিদ হাসান ইমন (৩২) নামের এক যুবক।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এই চোরাই স্বর্ণ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমাদের টিম নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এসব স্বর্ণালঙ্কার উদ্ধার করে। পাশাপাশি স্বর্ণ চুরির সাথে সম্পৃক্ত খালিদ হাসান ইমনকে আটক করা হয়। ’

তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে আটক ইমন জানিয়েছে, পিরোজপুর জেলা থেকে চুরি করে এসব স্বর্ণালঙ্কার সংগ্রহ করেছে। পরে চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ’

স্বর্ণ চুরির দায়ে বাকলিয়া থানায় তার বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করা হয়।

এফএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!