পিপি’র বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রাঙামাটিতে

রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইফুল ইসলাম অভির বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে আশালীন আচরণ, শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগ করেছেন আদালতে কর্মরত এক নারী কনস্টেবল।

সোমবার (২৫ জুলাই) বিকালে রাঙামাটি জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, রাঙামাটি জেলা পুলিশের কনস্টেবল রূপাঙ্গীকে (ছন্মনাম) জেলা সদর কোর্টে নিয়োগ করা হয়। তিনি সরকারি দায়িত্ব পালনের সময় বিশেষ পিপি সাইফুল ইসলাম অভি দ্বারা নির্যাতিত হয়ে পুলিশ সুপারের নিকট নিরাপত্তা চেয়ে অভিযোগ দায়ের করেন।

মামলার প্রয়োজনে আসা ভিকটিমদের শারীরিক, মানসিক ও আর্থিকসহ বিভিন্নভাবে হয়রানির সঙ্গে এবার অভির বিরুদ্ধে যোগ হলো নারী পুলিশ কনস্টেবল হয়রানির অভিযোগ। আগের কর্মস্থল চট্টগ্রামেও দায়িত্ব পালনের সময় বিচার প্রত্যাশী নারীদের তিনি বিভিন্নভাবে হয়রানি করতেন বলে জানান অভির একাধিক সহকর্মী।

ভুক্তভোগী ওই নারী কনস্টেবলের স্বামী জানান, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখন কী করা উচিত সেটা কর্তৃপক্ষ ভালো বুঝবে।’

তবে বিশেষ পিপি অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভি অভিযোগটি সামান্য ভুল বুঝাবুঝি বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমি মেয়র ও যুবলীগ সেক্রেটারিকে নিয়ে পুলিশ সুপারের সঙ্গে আলাপ করেছি। বিষয়টি এখন মীমাংসার পর্যায়ে রয়েছে।’

রাঙামাটি জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, ‘আমি অ়ভিযোগের কপি পেয়েছি। আমার অ্যাকশনে যাওয়ার সুযোগ নেই।’

রাঙামাটি জেলা আইনজীবী সমিতি সভাপতি অ্যাডভোকেট মোক্তার আহমেদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বক্তব্য দিতে অপারগতা জানান।

রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন অভিযোগ পাওয়ার বিষয় নিশ্চিত করে বলেন, ‘আদালতের বিষয়, আদালতে খোঁজ নিয়ে দেখেন। আমার এর বাইরে বলা ঠিক হবে না।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!