পাহাড় ডিঙ্গিয়ে বাড়ি বাড়ি খাবার দিচ্ছেন বাঘাইছড়ির ইউএনও

পাহাড় ডিঙিয়ে নিজ গাড়ি দিয়ে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন ত্রাণ। সাধারণ ছুটি তার নেই। সরকারি দায়ত্বে সাথে যোগ হলো করোনায় ঘরবন্দিদের খাবার পৌঁছে দেওয়ার কাজ। তিনি বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু। ত্রাণ নিয়ে ছুটে চলেছেন পাহাড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এই দুর্দিনে স্থানীয় জনপ্রতিনিধিদের জোরালো ভূমিকায় দেখা না গেলেও পাহাড় কিংবা সমতলে ভয়হীন চষে বেড়াচ্ছেন অসহায় ও দুর্গতদের খোঁজ নিতে। বৈদ্যুতিক দুর্ঘটনায় দুই হাত হারানো অটলের পিতার হাতেও তুলে দিয়েছেন ত্রাণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু বলেন, ‘সরকার প্রচুর ত্রাণ দিচ্ছে কেও না খেয়ে থাকবে না, এছাড়া নিজ উদ্যোগে একটি ফান্ড গঠন করছি। এরই মধ্যে ফান্ডে ৫০ হাজার টাকা জামা হয়েছে। আরও টাকা পেলে জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে অসহায়দের মাঝে ত্রাণ দেওয়া হবে।’

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আবু কাইয়ুম ও আনসার কর্মকর্তা আবুল বাশার উপস্থিত ছিলেন।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!