পাহাড় কেটে সুড়ঙ্গ, চট্টগ্রামে ২ জনকে অর্ধকোটি টাকা জরিমানা

চট্টগ্রামের বায়েজিদ থানার আরেফিন নগর এলাকার তালিমুল কোরআন মাদ্রাসার পাশের পাহাড় প্রায় ৩২ হাজার ৬০০ ঘনফুট কেটে রাস্তা ও সুড়ঙ্গ পথ তৈরি করেছেন মাদ্রাসারই অধ্যক্ষ মো. তৈয়ব। পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করায় তাকে ৩২ লাখ ৬০ হাজার জরিমানা করা হয়েছে। এছাড়া ফয়ে’স লেকের ৯ নম্বর পাহাড়তলী এলাকার পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের দায়ে আলী শাকের মুন্না নামের একব্যক্তিকে ১৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (৯ জুন) শুনানি শেষে অভিযুক্ত দুই ব্যক্তিকে মোট ৫০ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তর মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী।

তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ৭ জুন পরিদর্শনে গিয়ে দুই জায়গায় পাহাড় কেটে বহুতল ভবন, রাস্তা ও সুড়ঙ্গ নির্মাণের সত্যতা পাই। এর প্রেক্ষিতে তালেমুন কোরআন মাদ্রাসার অধ্যক্ষ মো. তৈয়ব ও আলী শাকের মুন্না নামের দুই ব্যক্তিকে শুনানিতে হাজির থাকার নোটিশ দেওয়া হয়। শুনানি শেষে তাদের অর্ধকোটিরও বেশি টাকা জরিমানা করা হয়।’

এসআর/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!