পাহাড় কেটে পরিবেশের ক্ষতি, কক্সবাজারে ৩ ব্যক্তিকে জরিমানা

কক্সবাজারের রামুতে পাহাড় কেটে প্রতিবেশের ক্ষতি করায় তিন ব্যক্তিকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। তারা হলেন রামুর মো. বাবুল মিয়া, শামসু মিয়া ও শফি উল্লাহ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের সাক্ষরিত নোটিশে জরিমানার বিষয়টি নিশ্চিত করা হয়।

এসআর/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!