পাহাড় কেটে বসতি, নাসিরাবাদ প্রোপার্টিজের জরিমানা ৬ লাখ

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় পাহাড় কেটে বসতি স্থাপন করায় নাসিরাবাদ প্রোপার্টিজ লিমিটেডকে ৬ লাখ ২৪ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

১ অক্টোবর শুনানি শেষে এ জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের একটি দল ৩০ সেপ্টেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে পাহাড় কাটার প্রমাণ পায়। প্রমাণের ভিত্তিতে নাসিরাবাদ প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে ১ অক্টোবর শুনানিতে হাজির থাকার নোটিশ দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘পাহাড় কাটার প্রমাণ পাওয়ায় তাদের শুনানির জন্য ডাকা হয়। পরিবেশের ক্ষতি সাধন করায় শুনানি শেষে নাছিরাবাদ প্রোপার্টিজ লিমিটেডকে ৬ লাখ ২৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।’

এসআর/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!