খুলশীতে পাহাড় কাটার দায়ে ৩ ব্যক্তিকে ৪৬ লক্ষাধিক টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পূর্ব নাছিরাবাদ এলাকায় পাহাড় কাটার দায়ে তিন ব্যক্তিকে ৪৬ লাখ ২৫ হাজার ৪০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযুক্ত তিন ব্যক্তি হাসান জাহিদুল ইসলাম, আল মাহমুদ চৌধুরী অশ্রু, মো. নুরুল ইসলাম পাহাড় কেটে মাটি লেভেলিং এবং সীমানা প্রাচীর দিয়ে আবাসন নির্মাণ করে।

রোববার (১ মার্চ) শুনানি শেষে অভিযুক্ত তিন ব্যক্তিকে এ জরিমানা করা হয়। এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তর মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী।

এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক জানান, ‘১১ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিনা আকতার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে খাস খতিয়ানভুক্ত জমিতে পাহাড় কাটার সত্যতা পায়। এর প্রেক্ষিতে তিন ব্যক্তিকে শুনানিতে হাজির থাকার নোটিশ দেয়া হয়। পরবর্তীতে পহেলা মার্চ পুনরায় ঘটনাস্থল পরিদর্শনে যান পরিবেশ অধিদপ্তর মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী। তিনিও পাহাড় কাটার সত্যতা নিশ্চিত করেন। শুনানি শেষে তিন ব্যক্তিকে অর্ধ কোটি টাকা জরিমানা করা হয়।’

এদিকে, ২০১৮ সালের ফেব্রুয়ারির ৭ তারিখে জাহিদুল ইসলামের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ আসে। পাহাড় কাটার দায়ে তার বিরুদ্ধে বায়েজিদ থানায় মামলাও হয়।

এসআর/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!