পাহাড়ে সন্ত্রাসী গোষ্ঠীকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না: লে. কর্নেল নওরোজ

মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার বলেছেন, মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর। এ ঈদুল ফিতরকে কেন্দ্র করে জোন এলাকার অভ্যন্তরে নিরাপত্তা বিনষ্টসহ কোন সন্ত্রাসী গোষ্ঠীকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না।

রোববার (২৬ মে) সকাল ১১টায় ৩০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন সদরে আয়োজিত মাসিক নিরাপত্তা সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুদ্দীন ভূঁইয়া, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা, উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা জ্যোতি বড়ুয়া, সাবেক মেম্বার মো. ওয়ালী উল্যাহ, বাঙালি ছাত্র পরিষদের মাটিরাঙ্গা পৌর শাখার আহ্বায়ক মো. জালাল আহমেদ প্রমুখ।

উপস্থিত ছিলেন, মেজর আরেফিন মো. শাকিল, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার বড়ুয়া, মাটিরাঙ্গা উপজেলা ফরেস্ট রেঞ্জার মো. জহুরুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আনিসুজ্জামান ডালিম, কাউন্সিলর মোহাম্মদ আলী, মো. মোস্তফা, কলেজের অধ্যক্ষ কেফায়েত উল্লাহ, মাটিরাঙ্গা কেন্দ্রীয় রক্ষাকালী মন্দিরের উপদেষ্টা বাবুল চন্দ্র বণিক, মো. রবিউল, মো. ওমর ফারুক, মো. সফর আলী ও মো. আবুল কালাম আলম প্রমুখ।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!