পাহাড়ে অবৈধ গ্যাস-পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রামের লালখান বাজারের মতিঝর্ণা পাহাড়ে অভিযান চালিয়ে ঝুকিপূর্ণভাবে বাস করা শতাধিক পরিবারের অবৈধ গ্যাস-পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে জেলা প্রশাসন।

আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. নোমান 2015_07_07_04_27_57_jvDu9gVeh32KOwC4ran0uIKjzHMHOE_originalহোসেন জানিয়েছেন,  ঝুকিপূর্ণভাবে পাহাড়ে বসবাস করা পরিবারগুলোকে আগে থেকে মাইকে ঘোষণা দিয়ে সতর্ক করা হলেও সরে না যাওয়ায় সোমবার সকালে অভিযান চালানো হয়। এসময় নগরীর বিভিন্ন ‘প্রধান লাইন থেকে টানা অবৈধভাবে নেওয়া শতাধিক ঘরের বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অবৈধভাবে নেওয়া বিদ্যুতের এসব লাইন নেওয়া ব্যাক্তিদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানালেন তিনি।

উচ্ছেদ অভিযানে তিনি ছাড়াও সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আছিয়া খাতুন উপস্থিত ছিলেন।

রিপোর্ট : মন্জুর মোর্শেদ রনি

এ এস / জি এম এম / আর এস পি :::

 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!