পাহাড়তলী বধ্যভূমিতে যুব মহিলা লীগের প্রদীপ প্রজ্জ্বলন

সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন যুব মহিলা লীগ চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ। পাহাড়তলী বধ্যভূমিতে এ কর্মসূচী পালন কালে উপস্থিত ছিলেন যুব মহিলালীগ চট্টগ্রাম মহানগর-এর আহ্বায়ক অধ্যাপিকা সায়রা বানু রৌশনী,সদস্য সচিব মমতাজ বেগম রোজী,ঝুমা আলমগীর,তাজরিন রহমান,জাহানারা বেগম,ফুল্লু রাণী,বকুল আহমেদ,সেনোয়ারা বেগম,জেসমিন আক্তার,ইলোরা গোমেজ প্রমুখ।

মোমবাতি প্রজ্জ্বলন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সায়রা বানু বলেন,‘ বুদ্ধিজীবী হত্যার মূল উদ্দেশ্যই ছিল দেশের শিক্ষা সংস্কৃতির আলো নিভিয়ে দেয়া,যারা পথ দেখাবে তাদের শেষ করে দেয়া। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন,আন্দোলন সংগ্রামে এগিয়ে থাকলেও চট্টগ্রামে একটা শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধ গড়ে তোলা হয়নি। অনেক বধ্যভূমি এখনো অরক্ষিত। এটা দুর্ভাগ্যজনক।’

এসবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!