পাহাড়তলীতে রেলের মালামাল চুরির সময় গ্রেপ্তার ১

বাংলাদেশ রেলওয়ে (পূর্ব) নিরাপত্তা বাহিনী (আরএনবি) রেলের মূল্যবান মালামালসহ হাতেনাতে ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

রেলওয়ে পাহাড়তলী কারখানায় চুরি করার সময় শনিবার (২ নভেম্বর) আবুল কালাম (৬০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। কালাম ডবলমুরিং থানার মতিঝর্ণা এলাকার বাসিন্দা। পাহাড়তলী আরএনবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজোয়ানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার ভোরে কারখানা ক্যারেজ শপে রেলওয়ে নিরাপত্তা বাহিনী টহল দানকালে রেলওয়ের যাত্রীবাহী কোচে ব্যবহৃত ৪টি ব্রেকবল, ১টি হাউজিং ফ্রেম, ১টি প্লাস ও ১টি স্ক্র ডাইভারসহ আবুল কালামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কালামের বিরুদ্ধে রেলওয়ে সম্পদ চুরির অভিযোগে মামলা করা হয়েছে।

জেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!