পাহাড়তলীতে জাল সার্টিফিকেট সহ গ্রেফতার এক

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় জাল সার্টিফিকেট সহ মো. ইকবাল হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

?

সোমবার রাতে সিডিএ মার্কেট সংলগ্ন সৈকত প্লাজার তৃষা ফটোস্ট্যাটের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।  এসময় তার কাছ থেকে নকল সার্টিফিকেট ও সিল উদ্ধার করা হয়।

 

গ্রেফতার ইকবালের গ্রামের বাড়ী নোয়াখালী জেলার সুধারাম থানার বর্মপুরে হলেও বর্তমানে সে আকবর শাহ থানাধ নিউ শহিদ লেইন এলাকার ইউসুফের ভাড়া বাসায় বসবাস করেন।

 

পাহাড়তলী থানার আফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া জানান, মোটা অংকের টাকার বিনিময়ে সিটি কর্পোরেশনের কাউন্সিলর, সচিব ও জন্ম নিবন্ধন সহকারীর স্বাক্ষর জাল করে বিশেষ কায়দায় জন্ম নিবন্ধন সনদ, ওয়ারিশ সনদ, টিন সার্টিফিকেট এমনকি বিভিন্ন একাডেমিক সনদ বিক্রি করে আসছে তার তৃষা ফটোস্ট্যাটের দোকানে।

 

 

 

সবাই জানে সেখানে ফটোষ্ট্যাটের ব্যবসা হয়। অন্তরালে দীর্ঘদিন ধরে এমন জাল সার্টিফিকেট ও সনদ বিক্রির গোপন তথ্যে অভিযান চালিয়ে তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।

 

তার বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

 

রিপোর্ট : সুমন কুমার দে :

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!