পাহাড়তলীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১০৪ পরিবারে অর্থ সহায়তা দিলেন মেয়র

চট্টগ্রাম নগরীর ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে গত ১৭ আগষ্ট সংগঠিত ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১০৪ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

dsc_0502

 

আজ রবিবার দুপুরে কর্পোরেশনের ত্রান তহবিল থেকে পরিবার প্রতি ৫ শত টাকা এবং মেয়রের ব্যক্তিগত তহবিল থেকে ৫ শত টাকা মোট ১ হাজার টাকা করে ১ লক্ষ ৪ হাজার টাকার অনুদান প্রদান করেন।

 

এ উপলক্ষ্যে ক্ষতিগ্রস্ত পরিবারদের এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরন। অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতি পুরন করা সম্ভব নয়, তবে বিপদে আপদে মানুষের পাশে মানুষকে দাঁড়াতে হবে। মানুষ মানুষের জন্য। মানবপ্রেম যার মধ্যে নেই তিনি প্রকৃত পক্ষে মানবপ্রেমিক উদার হৃদয়ের মানুষ নন।

 

মেয়র বলেন, মানবকল্যানে সিটি কর্পোরেশন দায়িত্ব পালন করছে। একমাত্র সেবা প্রদান করাই সিটি কর্পোরেশনের দায়িত্ব। তিনি নাগরিক সেবার অংশ হিসেবেও দুর্গতদের মাঝে উপস্থিত হয়ে সমবেদনা প্রকাশ করছেন।

 

আ জ ম নাছির উদ্দীন চসিক এর সেবাধর্মী সকল কার্যক্রমে নগরবাসীর সহযোগীতা কামনা করেন। এ সময় ২২নং ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কায়সার মালিক, সহ সভাপতি আবুল কাসেম, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবুল, দপ্তর সম্পাদক আকরাম হোসেন, শ্রম সম্পাদক মোহাম্মদ শহীদ, সমাজকল্যাণ সম্পাদক জাফর উল্লাহ মজুমদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সহ স্থানীয় আওয়ামীলীগ, শ্রমিক লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

রিপোর্ট : মোর্শেদ রনি

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!