পাহাড়কাটা/ লালখানবাজার ওয়ার্ড কাউন্সিলরকে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

চট্টগ্রামের মতিঝর্ণায় পাহাড় কাটার অভিযোগে লালখানবাজার ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এএফ কবির আহমেদ মানিককে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। নোটিশে তাকে বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

এছাড়া একই অভিযোগে জাবেদ নামের আরেক ব্যক্তিকেও হাজির হতে বলা হয়। সোমবার (২৬ আগস্ট) দুজনের কাছে এ নোটিশ পাঠানো হয়।

জানা গেছে, কাউন্সিলর এএফ কবির আহমেদ মানিক ও জাবেদ মতিঝর্ণা ৭ নম্বর গলিতে পাহাড় কাটছে এমন অভিযোগে স্থানীয় বাসিন্দা নুরুল আজম পরিবেশ অধিদপ্তরে একটি অভিযোগ দাখিল করেন। এর প্রেক্ষিতে দু’জনকে পরিবেশ অধিদপ্তরে হাজির হতে বলা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক আজাদুর রহমান স্বাক্ষরিত বাদি-বিবাদি উভয়কে এ নোটিশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ।

নোটিশের বিষয়ে কাউন্সিলর এএফ কবির আহমেদ মানিকের সঙ্গে বারবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে বাদি নুরুল আজম বলেন, ‘মানিক রাতের আঁধারে পাহাড় কাটছে বিষয়টি খুলশী থানাকে অবহিত করেও কোনো ফল পাইনি। তিনি কবরস্থানের জায়গা দখল করে বিনোদনের জন্য পুকুর নির্মাণ, স্কুলের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করে আসছেন।’

শুভ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!