পাহাড় কাটার দায়ে চট্টগ্রামে ৪ জনকে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করার দায়ে ৪ ব্যক্তিকে ১৪ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২ জুন) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী এ জরিমানার আদেশ দেন।

এতে বায়েজিদের পূর্ব নাছিরাবাদ চন্দনগর এলাকায় কিষোয়ান ব্রেড ফ্যাক্টরির পাশের পাহাড় কাটায় একব্যক্তিকে ৯ লাখ ৬০ হাজার টাকা এবং খুলশীর দক্ষিণ পাহাড়তলী এলাকায় তিন ব্যক্তিকে ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ মে পরিদর্শনে গিয়ে চন্দনগর ও দক্ষিণ পাহাড়তলী এলাকায় পাহাড় কাটার প্রমাণ পাই। এ জন্য ৯ হাজার ৬০০ ফুট পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করায় তৈয়বুর রহমান নামের একব্যক্তিকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণ পাহাড়তলী এলাকায় পাহাড় কাটার দায়ে আমিনা বেগম, নুরুল ইসলাম ও মো. ইব্রাহিম নামের তিন ব্যক্তিকে ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ‘

এসআর/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!