পাহাড় কাটায় ২ জনের বিরুদ্ধে মামলা চট্টগ্রামে

চট্টগ্রাম নগরীতে পাহাড় কাটা বন্ধে অভিযান অব্যাহত রেখেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। অভিযানে পাহাড় কাটার অপরাধে দু’জনের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল থেকে ফয়’স লেক সংলগ্ন সালামতুল্লাহ বাই লেন ও আকবরশাহ থানার লেকসিটি এলাকার পাহাড়গুলোতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশানার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ‘ফয়’স লেক সংলগ্ন এলাকার পাহাড় কাটার খবর পেয়ে এখানে অভিযান করা হয়েছে। অভিযানের খবর পেয়ে পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। রেকর্ড অনুযায়ী টিলা শ্রেণির জায়গাটি ইয়াসিন উল্লাহ রাশেদ নামের একজনের মালিকাধীন।’

তিনি বলেন, ‘ওই জায়গাটির বায়না মূলে স্বপন কুমার ভট্টাচার্য মালিক। তাদের বিরুদ্ধে তদন্ত করে পরিবেশ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।’

উমর ফারুক বলেন, ‘আকবরশাহ এলাকার লেকসিটি এলাকায় পাহাড়ি টিলাতে একটি দাগের ৮.৬০ একর জায়গা এবং অনেকের মালিকানা রয়েছে। এসব পাহাড় কাটা হচ্ছে। তবে সঠিক মালিককে চিহ্নিত করা যায়নি। তদন্তে মালিকানা চিহ্নিত করে পরিবেশ আইনে মামলা করা হবে।’

এছাড়া অভিযানে বায়েজিদ লিংক রোডে এশিয়ান উইমেন্স ইউনিভার্সিটির পাহাড় কেটে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!