সুপ্রিম কোর্টে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

সুপ্রিম কোর্টে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন 1প্রতিদিন ডেস্ক : সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এবিএম খায়রুল হকসহ বিভিন্ন মহলের প্রতিক্রিয়া সম্পর্কে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এ নিয়ে সুপ্রিম কোর্টস্থ বিএনপি-আওয়ামীপন্থী আইনজীবীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

 

বৃহস্পতিবার (১০ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে আওয়ামী এবং বিএনপি সমর্থিত আইনজীবীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের প্রথমে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘বিচারপতি খায়রুল হক মুন সিনেমা হলের অধিগ্রহণ সংক্রান্ত মামলার রায় দিতে গিয়ে উদ্দেশ্যমূলকভাবে অপ্রসাঙ্গিক সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করেছেন। তিনি পঞ্চম ও ১৩তম সংশোধনীর রায়কেও বির্তকিত করেছেন। এ কারণে বিচারপতি খায়রুল হক ষোড়শ সংশোধীর রায় বাতিলে পূর্ব পরিকল্পনার গন্ধ পাচ্ছেন।’

 

অ্যাডভোকেট জয়নুল আবেদীন আরও বলেন,ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে খায়রুল হক যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি বিচার বিভাগের স্বাধীনতা ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

 

সমিতির সভাপতি জয়নুল আবেদিন সবশেষে বলেন, ‘আজ আমি দলীয় বক্তব্য দিতে আসিনি, আইনজীবী সমিতির সবার পক্ষে বক্তব্য দিতে এসেছি।’

 

কিন্তু তার বক্তব্যে সাবেক বিচারপতি খায়রুল হকের বক্তব্যের তীব্র সমালোচনা করায় সঙ্গে সঙ্গে বারবার প্রতিক্রিয়া জানান উপস্থিত আওয়ামীপন্থী আইনজীবীরা। সমিতির সভাপতির বক্তব্য শেষ হলে আওয়ামীপন্থী আইনজীবী ও এই সমিতির সহ-সভাপতি ওয়াজি উল্লাহ বক্তব্য দিতে চাইলে বিএনপিপন্থী আইনজীবীরা সংবাদ সম্মেলনের ব্যানার খুলে নিয়ে যায়। এরপর দুপক্ষের আইনজীবীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। বিএনপিপন্থী আইনজীবীরা মিলনায়তন কক্ষ ত্যাগ করলে সমিতির সহ-সভাপতি ওয়াজি উল্লাহ সংক্ষিপ্ত আকারে সংবাদ সম্মেলন করেন।
তিনি বলেন,‘সমিতির সভাপতি যে বক্তব্য দিয়েছেন তা একান্তই তার নিজের বক্তব্য। এই বক্তব্য আইনজীবী সমিতির বক্তব্য নয়। অথচ সভাপতির বক্তব্যের সময় তিনিসহ আওয়ামীপন্থী কমিটির সদস্যরা পাশেই বসা ছিলেন।’

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক এম মাহবুব উদ্দিন খোকন,সাবেক সম্পাদক ও আওয়ামীলীগ এর আইন উপদেষ্টা শম রেজাউল করিম,ব্যারিস্টার মওদুদ আহমেদ,খন্দকার মাহবুব হোসেনসহ অন্যান্য সিনিয়র আইনজীবীরা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!