পার্বত্য চট্টগ্রামে চিকিৎসকদের ডিজিটাল হাজিরা চায় সংসদীয় কমিটি

রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় কর্মরত চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা চেয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। বুধবার (৬ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে সুপারিশ করা হয়।

বৈঠকে পার্বত্য এলাকায় চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে তাদের জন্য রেজিস্টার খাতায় সই অথবা কোনও ইলেকট্রনিক ডিভাইস চালুর সুপারিশ করা হয়েছে।

এছাড়া পার্বত্য অঞ্চলে সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। এতে বলা হয়, রাঙামাটি জেলার ১০টি, খাগড়াছড়ি জেলার ৯টি ও বান্দরবান জেলার ৭টি উপজেলায় বেশ কয়েকটি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নাধীন রয়েছে।

কমিটির সদস্য দীপংকর তালুকদারের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং, এ বি এম ফজলে করিম চৌধুরী, কুজেন্দ্র লাল ত্রিপুরা ও বাসন্তী চাকমা অংশ নেন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!