পার্কভিউ হাসপাতালে ‘প্লাটিলেট রিচ প্লাজমা’ নিয়ে সেমিনার

হাঁটুর বয়সজনিত ক্ষয়বাত বা অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে ‘প্লাটিলেট রিচ প্লাজমা’র (পিআরপি) ভূমিকা নিয়ে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে পার্কভিউ হাসপাতালে।

সোমবার (২২আগস্ট) দুপুর দেড়টায় হাসপাতালের কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডা. আমিন উদ্দিন এ খান। চেয়ারপার্সন হিসেবে ছিলেন পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর ডা. এটিএম রেজাউল করিম।

প্রধান অতিথি বলেন, ‘বিশ্বজুড়ে চিকিৎসকরা পিআরপি থেরাপির মাধ্যমে হাঁটু ব্যথার দীর্ঘস্থায়ী উপশম অর্জনে সক্ষম হয়েছেন। আমেরিকা, অস্ট্রেলিয়া ও অন্যান্য উন্নত দেশে সফলতার সঙ্গে হাঁটুর ক্ষয়বাতের চিকিৎসায় পিআরপি থেরাপি প্রয়োগ করা হচ্ছে।’

চেয়ারপার্সন ডা. এটিএম রেজাউল করিম বলেন, ‘বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, হাঁটুর তরুণাস্থি বা নরম হাড়ের ক্ষয়পূরণ ও দীর্ঘমেয়াদী ব্যথা কমানোর জন্য পিআরপি থেরাপি খুবই কার্যকর।’

সেমিনারে কি-নোট স্পিকার ছিলেন ডা. মো. মাহফুজুর রহমান। প্যানেল অফ এক্সপার্ট হিসেবে ছিলেন প্রফেসর ডা. মো. শেখ আহমেদ, প্রফেসর ডা. মো. আবু তসলিম, প্রফেসর ডা. শাহেদ আহমেদ চৌধুরী, ডা. মো. শওকত হোসেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!