পার্কভিউ হাসপাতালে ক্যান্সার নিয়ে সিএমই প্রোগ্রাম

শরীরে ক্যান্সার কোষের বিস্তৃতি খুঁজে পাওয়া গেলেও প্রাইমারি টিউমার খুঁজে না পাওয়া নিয়ে এক ধারাবাহিক চিকিৎসা শিক্ষা বা সিএমই নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ২টায় হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. মো. মতিউর রহমান খান।

চেয়ারপার্সন হিসেবে ছিলেন হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর ও অর্থোপেডিক সার্জন ডা. এটিএম রেজাউল করিম।

এতে প্যানেল অফ এক্সপার্টস হিসেবে ছিলেন প্রফেসর ডা. খন্দকার এ কে আজাদ, প্রফেসর ডা. মাজহারুল হক নাসিম, প্রফেসর ডা. এস এম আশরাফ আলী, প্রফেসর ডা. মো. সাইফুল হক এবং স্পিকার হিসেবে ছিলেন ডা. ইশতিয়াক আলী রুবেল এবং ডা. দোস্ত মোহাম্মদ।

প্রধান অতিথি প্রফেসর ডা. মো. মতিউর রহমান খান বলেন, ‘বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা প্রায় ১০ লাখ। প্রতি বছর ২ লাখ নতুন রোগী ক্যান্সারে আক্রান্ত হয়। প্রতি বছর এ রোগে আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা প্রায় দেড় লাখ। কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি, সার্জারি, সাপোর্টিভ বা পালিয়েটিভ কেয়ার-এ সবই হতে পারে Cancer of Unknown Primary-CUP এর সম্ভাব্য চিকিৎসা।’

সভাপতি বলেন, ‘সকলকে ক্যান্সার প্রতিরোধে খাদ্যাভাস পরিবর্তন, নিয়মিত ব্যায়াম ও সচেতনতা বাড়ানোর ওপর জোর দিতে হবে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!