পারকি সৈকতে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে মরা ডলফিন

চট্টগ্রামের আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে ডলফিনটিকে পারকি সমুদ্র সৈকতের ক্রিস্টাল গোল্ড জাহাজের সামনে দেখতে পান স্থানীয় লোকজন ও পর্যটকেরা।

ডলফিনটির শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে এবং অর্ধগলিত ডলফিনের শরীরের বিভিন্ন স্থান দিয়ে রক্ত ঝরছিল। স্থানীয়দের ধারণা, জাহাজের আঘাতে ডলফিনটি মারা গেছে। জোয়ারের সময় মৃত ডলফিনটি ভেসে আসতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

পারকি সৈকতে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে মরা ডলফিন 1

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ জানান, ‘ডলফিনটির বিষয় বন বিভাগকে জানানো হয়েছে।’

সৈকতে আসা পর্যটক রেশমী আকতার জানান, করোনার পর আজই সৈকতে আসলাম পরিবারের সকলের সাথে। বিকাল সাড়ে চারটার দিকে ক্রিস্টাল গোল্ড জাহাজের সামনে আসতে দেখি এক ডলফিন। কাছে পৌঁছে দেখি মৃত ডলফিনটি পচে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে।

স্থানীয় চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্ বলেন, সৈকতের চরে মৃত ডলফিনের বিষয়টি স্থানীয় প্রশাসন ও বন বিভাগকে জানানো হয়েছে। সৈকত থেকে দ্রুত সরানো না হলে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে পুরো এলাকায়।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!