পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কন্ট্রাক্টরের মৃত্যু

চট্টগ্রামের পাহাড়তলীতে পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো রুহুল আমীন (৫২) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুলাই) দুপুর পৌনে ২টায় সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি। তবে নিহত রুহুল আমিনের বাড়ি ঢাকায় বলে জানা গেছে। তিনি স্টেডিযামের ফ্লোর ঢালাই কাজের কন্ট্রাক্টর হিসেবে কাজ করছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ি থেকে জানানো হয়, রুহুল পানির মোটর চালু করতে গেলে বৈদ্যুতিক শক লেগে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

আইএমই/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!