পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম ওয়াসা কার্যালয় ঘেরাও

সেবার মান বৃদ্ধি না করে অযৌক্তিকভাবে পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম ওয়াসা ভবন ঘেরাও করে সমাবেশ কর্মসূচি পালন করেছে গণ-অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগর শাখা। রোববার (১৩ অক্টোবর) সকালে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাজনীতি এরশাদ উল্লাহ বলেন, ‘পানির মূল্য বৃদ্ধি করে মানুষকে হয়রানি করবেন না। পানির মূল্য বৃদ্ধির প্রস্তাব একনেকে ওঠার আগেই প্রত্যাহার করে নিন। অন্যথায় গণঅধিকার ফোরামের পক্ষ থেকে চট্টগ্রাম নগরবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।’

ফোরামের কেন্দ্রীয় মহাসচিব এমএ হাশেম রাজু বলেন, ‘সরকার গ্যাস, বিদ্যুতের বিল ও সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধি করেছে। যদি এই অবস্থায় পানির মূল্য বৃদ্ধি করা হয়, তাহলে চট্টগ্রাম নগরবাসী কোথায় গিয়ে জীবনযাপন করবে? নগরবাসীকে দুর্ভোগে ফেলবেন না।’
ফোরামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আরইউ চৌধুরী শাহীন বলেন, ‘যাচাই-বাছাই না করে ওয়াসা কর্তৃপক্ষ পানির মূল্য বৃদ্ধি করার অধিকার রাখে না। অবিলম্বে গণশুনানি করুন।’

সভাপতির বক্তব্যে ফোরামের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আবু মোহাম্মদ হোসেন চৌধুরী বলেন, চট্টগ্রামে বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের ৮০ শতাংশ যোগান দিয়ে থাকে। অথচ সরকার নগরবাসীর প্রতি স্বাধীনতার পর থেকে বিমাতাসূলভ আচরণ করে আসছে।’

সমাবেশ সঞ্চালনা করেন ফোরামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জাফর আহামদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, চট্টগ্রাম নাগরিক ঐক্যের আহ্বায়ক আব্দুল মাবুদ, গণঅধিকার ফোরামের যুগ্ম মহাসচিব নুর মোহাম্মদ, জাকির হোসেন, সোলায়মান বাদশা, মোস্তফা কামাল প্রমুখ।

এমএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!