পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে ডুবে এক শিশুর মৃত্যুর একদিন পর এবার পুকুরে ডুবে মরলো আরেক শিশু।

রোববার (২৯ নভেম্বর) পুকুরপাড়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে জান্নাতুল ফেরদৌস (৪) নামের এক শিশুর মৃত্যু হয়। সকাল ১১টার দিকে উপজেলার লামা ২ নম্বর সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি মেউলারচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জান্নাতুল ফেরদৌস মেউলারচর গ্রামের বাসিন্দা রহমত উল্লাহর মেয়ে।

পানিতে ডুবে শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, ‘শিশু জান্নাতুল ফেরদৌস রোববার সকাল ১০টার দিকে বাড়ীর পাশের তাজুল ইসলামের পুকুরের পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। এর আগের দিন শনিবার (২৮ নভেম্বর) দুুপুরে মাতামুহুরী নদীর লামামুখ ঘাটে পুজা কর্মকার নামের ১০ বছর বয়সী এক শিশু গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। ৭ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা।’

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!