পানবোঝাই ট্রাকে ৩০ লাখ টাকার ইয়াবা, ৬ জন ধরা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের কমল মুন্সির হাট এলাকায় চেকপোস্ট বসিয়ে ৩০ লাখ টাকার ইয়াবাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুন) রাত ১০টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি পানবোঝাই মিনিট্রাকে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করে। এ সময় পানবোঝাই মিনিট্রাকটি জব্দ করা হয়। ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে পুলিশ জানায়।

গ্রেপ্তার ৬ জন হলেন- কক্সবাজার জেলার হ্নীলা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড উত্তর লেদা গ্রামের আবু বক্কর ছিদ্দিকের পুত্র মো. ইউনুছ (২৯), একই ইউনিয়নের আয়ুব আলীর পুত্র আব্দুল আলীম প্রকাশ আমিন (২৮), মৃত আলী আকবরের পুত্র কবির আহমদ প্রকাশ কবির সওদাগর, টেকনাফ সদর ইউপির ২নম্বর ওয়ার্ড হাতিয়ার ঘোনা গ্রামের মৃত তাজুল আহমদের পুত্র আব্দুল জলিল (৫০), জাহালিয়া পাড়া গ্রামের মৃত নজির হোসাইনের পুত্র সাব্বির আহমদ (৬৪), সাবরাং ইউপির ১নম্বর ওয়ার্ডের মুন্ডারডেইল গ্রামের ছৈয়দ আহমদের পুত্র হাসান আহমদ প্রকাশ হাসান সওদাগর।

এ ব্যাপারে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম পটিয়া কমলমুন্সির হাট এলাকায় ঢাকাগামী একটি পান বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬ পাচারকারীকে আটক করে। আসামিরা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। এ বিষয়ে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর হয়েছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!