পাথরঘাটা বিস্ফোরণ, নিহতদের পরিবারকে ১ লাখ টাকা দেবেন নওফেল

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় পাথরঘাটায় ‘গ্যাস লাইন’ বিস্ফোরণে নিহতদের প্রত্যেকের পরিবারকে ১ লাখ টাকা অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন কোতোয়ালী আসনের সাংসদ ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আহতদের চিকিৎসা ব্যয় হিসেবে ২০ হাজার টাকা করে দেওয়া হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন।

এর আগে রোববার দুর্ঘটনার দিন সকালেই নিহতদের প্রত্যেকের পরিবারকে ১ লাখ টাকা ও সব চিকিৎসা ব্যয় বহনের পাশাপাশি মরদেহ দাফনের সব দায়িত্বভার নিয়েছিলেন মেয়র নাছির।

এদিকে মঙ্গলবার সকাল ১০টায় উপমন্ত্রী নওফেল প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যাবেন। সেখান থেকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, রোববার (১৭ নভেম্বর) সকালে নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটার ব্রিকফিল্ড রোডে বড়ুয়া ভবনের এক ভয়াবহ বিস্ফোরণে নারী শিশুসহ ৭জন নিহত হন। এ ঘটনায় দগ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

এ ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি করপোরেশন, সিএমপি, কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডে (কেজিডিসিএল) পক্ষ থেকে মোট ৪টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এডি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!