পাথরঘাটায় সিগারেটের আগুনে পুড়লো ফার্নিচার কারখানা

চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকার ব্রীজঘাটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২২ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, সিগারেটের টুকরো থেকে কাঠের দরজার কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের ৪টি গাড়ির সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

৩৩ নম্বর পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব চট্টগ্রাম প্রতিদিনকে জানান, রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পাশাপাশি সব কাঠের দোকান ছিল। নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে অত্র এলাকাবাসী রক্ষা পেয়েছেন।


এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!