পাথরঘাটায় বাসাবাড়িতে গ্যাস বিস্ফোরণে ৭ জনের মৃত্যু, গুরুতর আহত ১২

চট্টগ্রাম নগরের পাথরঘাটা ব্রিকফিল্ড এলাকায় একটি বাসায় গ্যাস লাইন বিস্ফোরণে ৭ জনের মৃত্যু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতের সংখ্যা ১২। গ্যাস বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

রোববার (১৭ নভেম্বর) সকাল ৯ টার দিকে কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার একটি ৬ তালা ভবনের নিচ তলায় এ বিস্ফোরণ ঘটে।

জানা গেছে, যে বাসায় গ্যাস লাইন বিস্ফোরণ হয়েছে সেখানে ৩ ভাই ছিল। অর্ণব নামের এক ভাই বাইরে থাকায় তিনি নিরাপদ রয়েছেন। বাকি দুই ভাই গুরুতর আহত হয়েছেন।

অর্ণব বলেন, আমি নাশতা করতে বাইরে গেছি। আমার মা বাবা গতকাল রাঙ্গুনিয়া আমাদের বাড়িতে যাওয়ার কারণে ঘরে আমরা তিনজনই ছিলাম। হঠাৎ গ্যাস লাইন বিস্ফোরণ কীভাবে হলো সেটা বুঝিনি।

পাথরঘাটায় বাসাবাড়িতে গ্যাস বিস্ফোরণে ৭ জনের মৃত্যু, গুরুতর আহত ১২ 1

প্রত্যক্ষদর্শী কালাম জানান,বিল্ডিংটির নিচতলায় গ্যাস বিস্ফোরণের কারণে বিল্ডিংয়ের দেওয়াল ভেঙ্গে পড়েছে। এতে করে রাস্তায় আর আশেপাশে থাকা লোকজন দেওয়াল চাপায় পড়ে ঘটনাস্থলেই অনেকেই মারা যান।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দীন তালুকদার বলেন, সকাল ৯ টার দিকে পাথরঘাটা থেকে আহত অবস্থায় কয়েকজনকে আনা হয়। তাদের মধ্যে ৭ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে তিনজন নারী একজন শিশুও রয়েছে।

আহতদের হাসপাতালের ক্যাজুয়ালিটি ইউনিটে রাখা হয়েছে।

এইচটি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!