পাঠানটুলীতে নেতার বাড়িতে ‘যৌন বাণিজ্য’, গ্রেপ্তার ৬

চট্টগ্রামের পাঠানটুলীতে বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়ার আবাসিক ভবন থেকে ছয় নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল বলে জানা গেছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ওই বাড়ির মালিক স্থানীয় বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়া। তিনি নগরীর ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া ছয়জন হলেন আক্তার হোসেন (৪৩), আবুল হোসেন (৬৩), মো. রাজু (২০), নাসরিন আক্তার (২৪), মিম চাকমা (২২) ও মুক্তা (২৮)।

পুলিশ দাবি করেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার ঐ ফ্ল্যাট থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে ছয় নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা জহিরুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘এ ঘটনায় ওই বিএনপি নেতার ভূমিকা কী তা জানার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে তার অবস্থান জানার চেষ্টা করছে পুলিশ। তবে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, ওই বাসাটি এক ব্যক্তিকে ভাড়া দিয়েছেন তিনি। তাই এ ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!