পাটের বস্তায় ৩ লাখ ইয়াবা, টেকনাফে রোহিঙ্গাসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩ লাখ ২০ হাজার ইয়াবাসহ ৩ পাচারকারীকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (১০ জুলাই) পৃথক অভিযান চালিয়ে উপজেলার হোয়াইক্যং তুলাতলি এলাকা ও শামলাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মো. ইলিয়াছের ছেলে মো. শফিক (২৫), একই ক্যাম্পের রোহিঙ্গা নুর আহমদের ছেলে আলী জোহার (৪৩) ও হোয়াইক্যং তুলাতুলি এলাকার মো. কাশেমের ছেলে আবদুল করিম (২২)।

র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, আজ সকালে হোয়াইক্যং তুলাতলি এলাকায় ইয়াবার একটি বড় চালান আসছে এমন খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযানে যায়। এ সময় ৩ লাখ পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করা হয়। তারা ইয়াবাগুলো পাটের বস্তায় ভরে পাচার করছিল। তবে অভিযানের সময় আরও তিন পাচারকারী পালিয়ে গেছে। এছাড়া একইদিন বিকেলে শামলাপুর এলাকা থেকে ২০ হাজার ইয়াবা নিয়ে আরও এক পাচারকারীকে আটক করা হয়েছে।

আটক তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!