পাটমন্ত্রীর গাজী টিভি ও সারাবাংলায় সাংবাদিক ছাঁটাই

করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে যখন সংবাদকর্মীরা দিশেহারা অবস্থায়ও চরম ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে, ঠিক সেই সময় সংবাদকর্মীদের ছাঁটাই করা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে।

সর্বশেষ এক ডজনেরও বেশি সাংবাদিককে ছাঁটাই করা হয়েছে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন গাজী টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডটনেট থেকে। এর মধ্যে শুক্রবার (২৪ এপ্রিল) কোনো নোটিশ ছাড়াই গাজী টেলিভিশনের দুজন নিউজরুম এডিটরসহ আরও কয়েকজন সাংবাদিককে চাকরিচ্যূত করা হয়। তারও আগে অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডটনেট-এর বার্তা সম্পাদকসহ চারজন সংবাদকর্মীকে পদত্যাগে বাধ্য করা হয়। এর জের ধরে পদত্যাগ করেন নির্বাহী সম্পাদক মাহমুদ মেননও।

এছাড়া আলোকিত বাংলাদেশ নামে একটি দৈনিক থেকেও পাঁচ সাংবাদিককে ছাঁটাই করা হয়েছে শুক্রবার (২৪ এপ্রিল)।

এর আগে মার্চের শেষ সপ্তাহে জাতীয় পার্টি নেতা ও কুরিয়ার সার্ভিস ব্যবসায়ী সালাউদ্দিন আহমেদের মালিকানাধীন এসএ টেলিভিশন থেকে ৩২ জন সংবাদকর্মীকে চাকরিচ্যূত করা হয়।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!