পাচারকারীরা ফেলে গেল বিপুল পরিমাণ কাঠ

রাঙ্গামাটির বাঘাইছড়ি মডেল টাউন এলাকায় অভিযান চালিয়েছে বিপুল পরিমাণ চোরাই কাঠ আটক করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোনের বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, অভিযানে বিজিবির অবস্থান টের পেয়ে পালিয়ে যায় কাঠ পাচারকারীরা। পরে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৬ টুকরা ৩ ট্রলি (২০২ ঘন ফুট) গোদা কাঠ আটক করে বিজিবি। আটক কাঠের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৮১ হাজার ৮০০ টাকা বলে জানায় বিজিবি।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!