পাঁচলাইশে পুলিশের ‘ওপেন হাউস ডে’

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে। এ সময় পুলিশি সেবা গ্রহণে পাঁচলাইশ এলাকায় ভুক্তভোগী জনসাধারণ, জন প্রতিনিধি, বিট ও কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৫ জানুয়ারি) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক বলেন, ‘কেউ যদি থানায়ে এসে কাঙ্খিত সেবা না পান তাহলে সংশ্লিষ্ট থানায় দেওয়া বিলবোর্ডে উল্লেখিত পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। জনগণকে পুলিশি সেবা প্রদানে পুলিশ বদ্ধ পরিকর।’

পাঁচলাইশে পুলিশের ‘ওপেন হাউস ডে’ 1

এ সময় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌন হয়রানি, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, বাল্য বিয়ে, জমি নিয়ে বিরোধ, চাঁদাবাজি, ভাড়াটিয়া তথ্য ফরম পূরণসহ সমাজের নানা প্রতিবন্ধকতা প্রতিরোধে আলোচনা করেন বক্তারা। পাশাপাশি জনবান্ধবমূলক পুলিশিং সেবা ও কমিউনিটি পুলিশিংয়ের সুফলসহ সব ধরনের সেবা দ্রুত জনগণের দ্বারপ্রান্তে পৌঁছানোর বিষয়ে আলোচনা করেন পুলিশ কর্মকর্তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার দেবদূত মজুমদার ও পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভুঁইয়া।

এএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!