পাঁচলাইশের সারমন স্কুলে জঙ্গিবিরোধী সভা

মাদক জঙ্গিবাদ ইভটিজিং নিয়ে সচেতনতার আহ্বান

মাদক, জঙ্গিবাদ ও ইভটিজিংয়ের কুফল সম্পর্কে শিক্ষার্থীসহ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ডিজিটাল সুবিধা অপব্যবহার একটি চক্র দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। এসব নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে পাঁচলাইশ থানার কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে চট্টগ্রাম নগরের সারমন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে মাদক জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনমূলক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Panclish-2

রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পাঁচলাইশ থানার কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যসচিব আবু সায়ীদ সেলিম, কমিউনিটিং পুলিশিং অফিসার আবদুল মোতালেব খন্দকার, আবদুল ওয়াদুদ, শাহিন দিল নেওয়াজ খান, ডা. রেজাউল ইসলাম প্রমুখ।

মুআ/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!