পাঁচলাইশে আগুনে ক্ষতিগ্রস্তদের পুলিশের ত্রাণ

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন ডেকোরেশন গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১টায় পাঁচলাইশ থানার উদ্যোগে ও কমিউনিটি পুলিশিং কমিটির সমন্বয়ে প্রায় ৩ শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

আগুনে ক্ষতিগ্রস্তদের বিতরণকৃত তৈজসপত্র।
আগুনে ক্ষতিগ্রস্তদের বিতরণকৃত তৈজসপত্র।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেওয়া হয় নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ খাবারের বাসন, পানির গ্লাস, মোমবাতি, মশার কয়েল।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া চট্টগ্রাম প্রতিদিনকে জানান, সামর্থ্য অনুযায়ী আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িয়েছি। এই সহযোগিতা অব্যহত থাকবে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আমরা শনিবার (২৫ জানুয়ারি) রাতের খাবার বিতরণ করি।
এ সময় সমবেদনা জানিয়ে সবাইকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ত্রাণ বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঁচলাইশ মডেল থানা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব আবু সাঈদ সেলিম। বিট পুলিশিং-৫৩ এর সভাপতি জসিম আনোয়ার খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!