পাঁচলাইশে অর্ধকোটি টাকা মূল্যের কস্তুরিসহ ২ যুবক আটক

চট্টগ্রামের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় অর্ধকোটি টাকার সমমূল্যের কস্তুরিসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মির্জারপুল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার পূর্ব দুর্গাপর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. তৌহিদ (২৬) এবং পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার উত্তর মিরুখালী গ্রামের মৃত হোসেন আলী হাওলাদারের ছেলে মো. তৈয়বুর রহমান (৩২)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-৭ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, ‘ গোপন সংবাদ পেয়ে মৃত হরিণের পেট থেকে সংগ্রহ করা একটি কস্তুরীসহ দুইজনকে আটক করা হয়েছে।’

‘জব্দকৃত কস্তুরির বর্তমান বাজারমূল্যে প্রায় অর্ধকোটি টাকা। তাদেরকে থানায় হস্তান্তর করে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’

উল্লেখ্য, কস্তুরি একটি বিশেষ ধরনের প্রাণিজ সুগন্ধি। হরিণের নাভি থেকে পাওয়া যায় এই কস্তুরী। এটি মহামূল্যবান সুগন্ধি হিসেবে পরিচিত।’

মুআ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!