পাঁচলাইশের পাসপোর্ট অফিসে নজর রোহিঙ্গাদের

দুই দিনে আটক দুই রোহিঙ্গা

চট্টগ্রামে ফের ভুয়া এনআইডি নিয়ে পাসপোর্ট করতে এসে গ্রেপ্তার হয়েছেন দুই রোহিঙ্গা। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে দুইদিনে ২ রোহিঙ্গাসহ তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরের দিকে এক রোহিঙ্গা তরুণীকে আটক করে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা এর আগের দিন দালালসহ আরেকজনকে আটক করেছিলেন তারা। পরে তাদের পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়। আটককৃত দুজন হলেন অহিদা (২৫) ও সিরাজুল ইসলাম (৫৩)।

জানা যায়, অহিদা নামের এক রোহিঙ্গা শরণার্থী পাসপোর্ট করতে আসে পাসপোর্ট অফিসে। তার কাগজপত্র ও আচরণ সন্দেহজনক হলে রোহিঙ্গা সফটওয়্যারে যাচাইকালে ফিঙ্গারপ্রিন্ট মিলে যাওয়ায় তাকে আটক করা হয়। ওই রোহিঙ্গা তরুণীকে পাসপোর্টের কাজে সহযোগিতা করার অভিযোগে সিরাজুল ইসলামকেও আটক করা হয়।

এ বিষয়ে সিএমপির পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘গত দুইদিনে ভুয়া এনআইডি নিয়ে পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গা আটক হয়েছে। এছাড়াও তাদের সহযোগিতার দায়ে একজন দালালকেও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এআরটি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!