পশ্চিম বাকলিয়ার কাউন্সিলর হিসেবে শপথ নিলেন ডিউক

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের উপ-নির্বাচনে বিএনপির একেএম আরিফুল ইসলাম ডিউক কাউন্সিলর হিসেবে শপথ নিয়েছেন।

রোববার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম তাকে শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব রোকসানা কাদের। এসময় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম খান, অতিরিক্ত সচিব মাহবুব হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন। কাউন্সিলর ডিউককে অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, ‘জনগণ যে বিশ্বাস ও আশা নিয়ে আপনাদের নির্বাচিত করেছেন সে লক্ষ্যে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।’

গত ২৫ জুলাই উপ-নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা মাসুদ করিম টিটুকে হারিয়ে একেএম আরিফুল ইসলাম ডিউক পেয়েছেন ৩ হাজার ৫৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা মাসুদ করিম টিটু রেডিও প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১৭৯ ভোট।

নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে ভোটগ্রহণ শেষ হয়। ১৭টি ভোট কেন্দ্রের ২২৪টি কক্ষে ভোট ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) উপ-নির্বাচন হয়। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা রয়েছে ৪৯ হাজার ৮২৫ জন। এর মধ্যে ২৩ হাজার ৭৪৮ জন পুরুষ এবং ২৬ হাজার ৭৭ জন রয়েছে মহিলা ভোটার। এ ওয়ার্ডে মোট ১৭টি ভোট কেন্দ্রে ভোট কক্ষ আছে ২২৪টি। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন মোট ৯ হাজার ৩০৪ জন। যা মোট ভোটের শতকরা ১৮ ভাগ। তবে ইভিএমে ভোট হওয়ায় কোনও ভোট বাতিল হয়নি।

গত ১৭ এপ্রিল বাকলিয়া ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একেএম জাফরুল হক মারা যাওয়ায় গত ১২ জুন ওই ওয়ার্ডে কাউন্সিলর পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর নির্বাচন কমিশন আগামী ২৫ জুলাই এ ওয়ার্ডে উপ নির্বাচন সম্পন্ন করে।

এডি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!