পর্যটকের লাশ সেন্টমার্টিনের হোটেলে

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপে হোটেল কক্ষ থেকে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেলে দ্বীপের নীল দিগন্ত রিসোর্টের ‘ছায়াবীথি’ কটেজের ১৭ নম্বর কক্ষ থেকে বাদশা ওরফে বাচ্চুমিয়া নামে এক পর্যটকের মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তি ঢাকার ডেমরা এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি আগারগাঁও বিসিএস কম্পিউটার সিটিতে কর্মরত ছিলেন।

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদুর রহমান জানান, দ্বীপের নীল দিগন্ত রিসোর্ট থেকে ওই পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে তিনি মারা গেছেন। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নীল দিগন্ত রিসোর্টের ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর জানান, রোববার ঢাকা বিসিএস কম্পিউটার সিটিতে কর্মরত আটজনের একটি টিম সেন্টমার্টিন ভ্রমণে এসে নীল দিগন্ত রিসোর্টে ওঠেন। কয়েক ঘণ্টা পর বিকেলে বাদশা ওরফে বাচ্চু মিয়ার বুকে হালকা ব্যথা অনুভব হলে স্থানীয় একজন পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। রাতে খাবার সেরে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন।

ভোরে সৈকতে ঘুরতে যাওয়ার জন্য এক সহকর্মী তাকে ডাকতে গেলে তার মুখে ফেনা দেখে চিৎকার শুরু করেন। পরে গিয়ে দেখি বাচ্চু মিয়া মারা গেছেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ জানান, দ্বীপে ভ্রমণে আসা পর্যটক দলের এক ব্যক্তি বুকে হালকা ব্যথা অনুভব হলে স্থানীয় চিকিৎসক দেখান।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!