পরীমনি দুই বছর ধরেই প্রীতিলতাকে ধারণ করার চেষ্টায়

নানা সমালোচনার মুখেও চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি বলেছেন, ‘প্রীতিলতার মতো একটি চরিত্র আমাকে করতে দেওয়া হয়েছে। এটা অনেক বড় একটা দায়িত্ব। আমার ওপর বিশ্বাস রেখে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেই বিশ্বাসের মর্যাদা রাখব। প্রীতিলতা যেভাবে তাঁর মায়ের কাছে আশীর্বাদ চেয়েছিলেন, আমিও সবার কাছে সে রকম আশীর্বাদ চাই।’

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর বিএফডিসিতে ‘প্রীতিলতা’ ছবির নির্মাতাদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরীমনি বলেন, ‘অনেক অনুভূতি আছে প্রকাশ করা যায় না। প্রীতিলতা আমার কাছে এমন একটা অনুভূতি, যেটা আমি হুট করে প্রকাশ করতে পারব না। আমরা চাই, আমরা কী করছি, সেটা সবাই পর্দায় দেখুক। দুই বছর ধরে আমি প্রীতিলতাকে ধারণ করার চেষ্টা করেছি।’

ব্রিটিশবিরোধী আন্দোলনের শহীদ প্রীতিলতাকে নিয়ে রাশিদ পলাশ নির্মাণ করছেন ‘প্রীতিলতা’। এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন পরীমণি। যেখানে তাকে দেখা যাবে দুটি চরিত্রে। দুই পরীর একজন ব্রিটিশবিরোধী আন্দোলনের শহীদ ‘প্রীতিলতা’ এবং আরেকজন এ যুগের চিত্রনায়িকা অলিভিয়া।

ব্রিটিশবিরোধী মুক্তিসংগ্রামের প্রথম নারী শহীদ চট্টগ্রামের সন্তান প্রীতিলতাকে নিয়ে নির্মিতব্য ‘প্রীতিলতা’ সিনেমার শুটিংয়ের কাজে ২৭ অক্টোবর চট্টগ্রামে আসবেন আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমনি। শুটিংয়ের কাজে তিনি চট্টগ্রামে থাকবেন টানা ২০ দিন।

‘প্রীতিলতা’ সিনেমার বড় একটি অংশের শুটিং হবে চট্টগ্রামের বিভিন্ন স্পটে। ছবিটির পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘আমাদের ছবির এখন পর্যন্ত ৩৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। তবে এখন পর্যন্ত মূল প্রীতিলতার লুকে কোনো শুটিং হয়নি। আগামী ২৮ অক্টোবর থেকে টানা ২০ দিন চট্টগ্রামে শুটিং হবে।’

পলাশ বলেন, ‘আমরা যে প্রীতিলতাকে দেখাবো সেটা একটা আন্তর্জাতিক মানের ছবি হবে। প্রীতিলতাকে নিয়ে মুম্বাইয়ে দুটা এবং কলকাতায় একটা ছবি হয়েছে। ছবিগুলো দেখে আমার মনে হয়েছে আমি আমার চট্টগ্রামকে ঠিকঠাক দেখতে পাইনি বা আমরা যে বিপ্লবের গল্প দেখেছি তা এমন ছিল না।’

১৯১১ সালে ৫ মে চট্টগ্রামের পটিয়ার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন প্রীতিলতা। তিনি ১৯৩২ সালে ২৪ সেপ্টেম্বর পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ শেষে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়ার আগে সঙ্গে রাখা পটাশিয়াম সায়ানাইড খেয়ে মাত্র ২১ বছর বয়সে আত্মাহুতি দেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!