পরিবেশ অধিদপ্তরের অভিযানে একটন নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ

চট্টগ্রাম নগরীর ফতেয়াবাদের রাজ আবাসিক এলাকায় নামবিহীন একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আনুমানিক এক টন নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তরে। একই সাথে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জামাল উদ্দীনকে ১ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তরে হাজিরার নোটিশ দেওয়া হয়।

শনিবার (৩১ আগষ্ট) পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এক টন নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদফতর।
এক টন নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদফতর।

অভিযানে থাকা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘শনিবার সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ফতেয়াবাদ, হাটহাজারীর ১নং দক্ষিণ পাহাড়তলীর পশ্চিম ছড়ারকুলে অভিযান চালানো হয়। সেখানে রাজ আবাসিকে মো. জামাল উদ্দীনের নামহীন প্রতিষ্ঠানে আনুমানিক একটন নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়। একইসাথে অভিযুক্ত জামাল উদ্দীনকে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে হাজিরার নোটিশ দেয়া হয়।

এসআর/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!