পরিবেশের ক্ষতিঃ এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজকে ৭ লাখ ৯৮ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর উত্তর পতেঙ্গা এলাকায় মানমাত্রা বহির্ভূত অপরিশোধিত বায়ু ছেড়ে পরিবেশ দূষণ করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করায় এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৭ লাখ ৯৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।

এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ দীর্ঘদিন ধরে ডাস্ট কালেক্টিং সিস্টেম অকার্যকর রেখে বায়ু দূষণ করে আসছিল।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন,’ এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ তাদের সিমেন্টের যে ডাস্ট কালেক্টিং সিস্টেম ব্যবহার করে তা আর কাজ করছে না। যার ফলে অপরিশোধিত বায়ু নির্গমন করে পরিবেশ দূষণের দায়ে ৭ নভেম্বর শুনানির জন্য কর্তৃপক্ষকে নোটিশ দেয়া হয়। শুনানি শেষে বৃহস্পতিবার দুই হাজার কম প্রায় ৮ লাখ টাকা জরিমানা করা হয়।’

এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!