পরিবেশের কোপে চট্টগ্রামের ১২ ল্যাবসহ ২৬ হাসপাতাল

লাইসেন্স নবায়ন করা ছাড়াই চলছে স্বাস্থ্যসেবার কাজ

স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স নবায়ন না করায় চট্টগ্রামের ২৬টি বেসরকারি হাসপাতাল ও ১২টি ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশগত ছাড়পত্র স্থগিত করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী এই হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই ৪ থেকে ৭ বছর পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে আসছিল।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম (মেট্রো) অঞ্চলের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের লাইসেন্সের মেয়াদ না থাকায় ২৬টি হাসপাতাল ও ১২টি ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশগত ছাড়পত্র স্থগিত করেছি আমরা। তাদের বলা হয়েছে লাইসেন্স নবায়ন করলে আবার এই ছাড়পত্র প্রদান করবো আমরা।’

তিনি বলেন, ‘আমরা সম্প্রতি সকল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে তাদের পরিবেশগত ছাড়পত্র নবায়নের জন্য চিঠি দিয়েছিলাম। এক্ষেত্রে তাদের স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স নিয়ে আসতে বলা হয়েছিল। পরে দেখা গেল বেশিরভাগ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারেরই লাইসেন্স নবায়ন করা নেই। যারা এটি দেখাতে পারেনি আমরা তাদের সবার পরিবেশগত ছাড়পত্র স্থগিত করেছি।’

তবে হাসপাতাল মালিকরা বলছেন, লাইসেন্স করা ও নবায়নের নতুন নিয়মে নানা ধরনের জটিলতা তৈরি হয়েছে। তাদের অনেকেই হাসপাতালের লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছেন বলেও জানান।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘করোনার কারনে অনেকগুলো রুটিন ওয়ার্ক করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। অনেকগুলো হাসপাতালের লাইসেন্স নবায়নের প্রক্রিয়াও আটকে আছে। করোনার কারণে সরেজমিনে পরিদর্শন করার সুযোগ কমে যাওয়ায় এটা হয়েছে। তবে ২৩ আগস্ট পর্যন্ত একটা সময়সীমা আছে। এরপর থেকে আমরা এই বিষয়ে ব্যবস্থা নেবো।’

তিনি আরও বলেন, ‘২৩ আগস্টের মধ্যে কারা আবেদন করেছে তার একটা তালিকা আমরা করবো। এরপর যেসব প্রতিষ্ঠানে এসব সংক্রান্ত ঝামেলা দেখা যাবে আমরা তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করবো।’

সম্প্রতি কোভিড হাসপাতাল হিসেবে সরকারি তালিকাভুক্ত হওয়া বেসরকারি রিজেন্ট হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এর ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। এরপর দেখা যায়, হাসপাতালটির অনুমোদনের মেয়াদ শেষ হয়েছে ২০১৪ সালে, তারপর সেটি আর নবায়ন করা হয়নি। পরে দেখা যায় দেশের অনেকগুলো বেসরকারি হাসপাতাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের লাইসেন্স না নিয়ে কিংবা মেয়াদ শেষে নবায়ন না করেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন।

এর পরই নড়েচড়ে বসে স্বাস্থ্য বিভাগ। বেসরকারি হাসপাতালগুলোর লাইসেন্স নবায়ন করার জন্য ২৩ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় মন্ত্রণালয়।

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!