“পরিবার-পরিকল্পনা মানে পিল খাওয়া নয়”

“পরিবার-পরিকল্পনা মানে পিল খাওয়া নয়” 1ইফতেখার শাহজীদ রোকন, কুতুবদিয়া : দু’টি সন্তানের বেশী নয়, একটি হলে ভালো হয়”। পরিবার পরিকল্পনা মানে পিল খাওয়া নয়। শিশু ও মায়ের সু-স্বাস্থ্য নিশ্চিতকরণের মাধ্যমে একটি সুখি সমৃদ্ধ পরিবার গঠনই হলো পরিবার পরিকল্পনা।
৩০ মার্চ সকাল ১১ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনাসহ স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা সেবা জোরদারকরণ বিষয়ক এডভোকেসি সভায় এসব কথা বলেন বক্তারা। এছাড়া বক্তারা সুখি সমৃদ্ধ পরিবার গঠনে ধর্মীয় অনুশাসন মেনে চলার তাগিদ দেন।
কক্সবাজার জেলার পরিবার-পরিকল্পনা উপ-পরিচালক ডাঃ পিন্টু কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্টিত এডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের সিসিএসডিপির উপ-পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার ডাঃ মুহাম্মদ মাহমুদুর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র।
সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ নিয়াজ মুহাম্মদ কামালি, এফপিএসটি এন্ড কিউএটি চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সুপারভাইজার ডাঃ শেখ রোকন উদ্দিন আহমদ, কক্সবাজার সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছেরাজ আহমদ।
সভায় বিভিন্ন ক্যাটাগরিতে বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছৈয়দা মেহেরুন্নেছা, দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধূরী, লেমশীখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু ইউছুফ, ইমাম মাওলানা মোক্তার আহমদ, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রভাষক এম.নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান জালাল আহমদ, লেমশীখালী ইউপির চেয়ারম্যান আকতার হোছাইন, সতর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শুক্কুর আলম আযাদ, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিচুর রহমান, ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদুল আলম, কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক ইছহাক হায়দার সোহেল, উত্তরণ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আহমদ হোছাইন ও আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদয় শংকর পাল, উপজেলার ছয় ইউপির মহিলা সদস্য, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের কর্মকর্তা কর্মচারিবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন এনজেন্ডার হেল্থ এর প্রতিনিধি নুসরাত সোহাগী ও সাদেকুর রহমান।
সভায় উপস্থিত সকলকে নিজ নিজ অবস্থানে থেকে পরিবার পরিকল্পনার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে একটি উন্নত রাষ্ট্র গঠনে সকলের অংশ গ্রহণ কামনা করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!