পরিবর্তন-চট্টগ্রাম’র মাসব্যাপি সদস্য সংগ্রহ অভিযান শুরু

পরিবর্তন-চট্টগ্রাম’র মাসব্যাপি সদস্য সংগ্রহ অভিযান শুরু 1“বদলে গেলে চট্টগ্রাম-বদলে যাবে বাংলাদেশ” শ্লোগানে স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন-চট্টগ্রাম’র মাসব্যাপি নতুন সদস্য সংগ্রহ অভিযান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
আগামী ১৫ অক্টোবর পর্যন্ত নগরীর ৪১ টি ওয়ার্ড, চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলা, উপজেলা ও পৌরসভা থেকে এ সংগঠনে কমপক্ষে একজন করে সদস্য নেওয়া হবে ।
শুক্রবার সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহবায়ক এহসান আল-কুতুবী এ কার্যক্রমের উদ্বোধন ঘোষনা করেন ।
নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ঈদ পুনর্মিলনী ও নতুন সদস্য সংগ্রহ অভিযান কার্যক্রম’র উদ্বোধনী অনুষ্ঠানে সমাজ সেবক ও সংগঠক মুহাম্মদ জহির উদ্দিন ( জহির ) আনুষ্ঠানিকভাবে সংগঠনের সদস্য ফরম সংগ্রহ করেন ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ন আহবায়ক সোমিয়া ছালাম, রেজাউল করিম রিটন, রুকন উদ্দিন, সিনিয়র সদস্য এবিএম ইকবাল হায়দার, এম আজগর আলী, এম কায়ছার উদ্দিন, সাঈদী আকবর ফয়সাল, জাবের হোসাইন, শাহিন আব্দুল লতিফ ।
উপস্থিত ছিলেন নারী নেত্রী ছালমা আকতার শিলা, নাঈমুদ্দিন আসিফ, রাফি আহমদ প্রমূখ ।
অনুষ্ঠান শেষে আগামী ২২ সেপ্টেম্বর ( শুক্রবার ) বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বানববন্ধন কর্মসূচীর সিদ্ধান্ত গৃহিত হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!