পরলোকে বিধান চন্দ্র বড়ুয়া

চট্টগ্রাম স্টিল মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বাংলাদেশ বৌদ্ধ সমিতির আজীবন সদস্য ও শহীদ মিলন পরিষদের উপদেষ্টা বিধান চন্দ্র বড়ুয়া বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নগরীর মোগলটুলী বড়ুয়া পাড়ার নিজ বাসভবনে পরলোকগমন করেন (অনিচ্চা বত সংখারা)। মৃত্যুকালে তার বসয় হয়েছিল ৮৭ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্ত্রী, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সূর্য্যধন সওদাগর ও কুমুদিনী বড়ুয়ার কনিষ্ঠ সন্তান এবং চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার সদস্য রুবেল বড়ুয়ার পিতা।
বুধবার বিকালে তার আত্মার সদগতি কামনায় মোগলটুলী শ্মশানভূমি শাক্যমুনি বুদ্ধ বিহারের মহাপরিচালক ধর্মদূত ভদন্ত তিলোকাবংশ মহাথের’র পরিচালনায় এক অনিত্য সভা শেষে শ্মশানভূমি শাক্যমুনি বুদ্ধ বিহার শ্মশানে তার অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!