পরপর দুইবার বিদ্রোহী প্রার্থী, হাটহাজারী আওয়ামী লীগ নেতাকে বহিস্কারের সুপারিশ

চট্টগ্রামের হাটহাজারীর দক্ষিণ মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ মজিদকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের সুপারিশ করেছে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ। ইউপি নির্বাচনে দলের মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসবে নির্বাচন করায় তাকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। তিনি বলেন- ‘এমএ মজিদ গতবারও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ছিলেন। সেই কারণে এবার মনোনয়ন দেয়া হয়নি তাকে।’

সালাম বলেন, ‘এবার তিনি আবারও বিদ্রোহী প্রার্থী হয়েছেন। সেজন্য ইউনিয়ন আওয়ামী লীগের অনুরোধে এমএ মজিদকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের সুপারিশ করেছে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ। আমরা তাকে পদ থেকে অব্যহতি দিতে পারবো। বহিষ্কারের সিদ্ধান্ত কেন্দ্র নিবে। আমরা বিষয়টা কেন্দ্রকে জানাবো।’

হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আগেরবারও বিদ্রোহী নির্বাচন করে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছিলেন এম এ মজিদ। তখন তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।’

মোহাম্মদ আলী বলেন, ‘এর পরে তিনি আবার ইউনিয়ন কমিটির সভাপতি হন। কিন্তু এবারও উনি একই কাজ করলেন। সেজন্য ইউনিয়ন আওয়ামী লীগের অনুরোধের প্রেক্ষিতে আমরা উনাকে বহিষ্কারের জন্য জেলাকে সুপারিশ করেছি।’

প্রসঙ্গত আগামী ২৮ নভেম্বর দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারে মাদার্শায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সরওয়ার।

এআরটি/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!