পবিত্র কোরআন ও হাদিস চর্চার মাধ্যমে ইহকাল ও পরকালের মুক্তি লাভ সম্ভব

প্রতিদিন রিপোর্ট :

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথি রাসুলাল্লাহ (স.) এর ৪১তম বংশধর, পীরেআনা পীর দস্তগীর শেখ মহিউদ্দিন আবদুল কাদের জিলানী (র.)-র ২৮তম বংশধর, এশিয়া ও ইউরোপ মহাদেশের শ্রেষ্ঠ খতিব-এ-আযম, শায়খুল ওলামা ওয়াল মাশায়িখ, আলে রাসুল, আওলাদে গাউসে পাক, পীরে ত্বরীকাত হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়্যদ শাহ্ মোহাম্মাদ আশ্রাফ কালিম আল আশরাফী আল জিলানী (ম.জি.আ) তাঁর বক্তব্যে বলেছেন, পবিত্র দ্বীন ইসলামকে ধরে রাখতে আমাদের কর্তব্য আমরা কতটুকু দায়িত্ব পালন করেছি? পবিত্র কোরআন, পবিত্র হাদিস চর্চা আমরা কতটুকুই করছি? আমাদের সকলের উচিত নবি হজরত মুহম্মদ (সা.) এর রেখে যাওয়া পবিত্র কোরআন, পবিত্র হাদিস ও আদর্শগুলোকে ধরে রেখে আমাদের পথ চলা উচিত।

eid-e-miladunnabi-sm-news-01-12-2016

তিনি আরো বলেছেন, এই চট্টগ্রাম নগরী অতি পবিত্র স্থান। চাটগাঁম শরীফ। অলি আল্লাহর তীর্থভূমি। নবি করিম (সা.) এর জীবদ্দশায় স্বয়ং সাহাবী সাদ ইবনে আবু ওয়াকাস (র.) এই চট্টগ্রামের মাটিতে সমুদ্র পথে এসে মহান কালিমার প্রচারে ও ইসলামের দাওয়াত দিয়েছেন। হজরত ইমাম হাসান (র.) এর দৌহিত্র ইমাম জাফর সাদেক (র.)’র উত্তরাধিকার হজরত সুলতান বায়েজিদ বোস্তামী (র.) এই অঞ্চলে ইসলামের বার্তা নিয়ে আসেন। হজরত শাহজালাল, শাহপরানের বাংলাদেশে চট্টগ্রামকে বার আউলিয়ার শহর বলা হয়।

 

এই চট্টগ্রামের পবিত্র মাটিতে শুয়ে আছেন গাউছে মাহজভাণ্ডারী (ক.) সহ অসংখ্য অলি কেরামগণ। এই নগরীতে আজ মহানশানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠান আমাদের জন্য আনন্দের ও গর্বের। নবি মুহম্মদ (সা.) এর আদর্শগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব অপরিসীম। ঘরে ঘরে ঈদে মিলাদুন্নবী (সা.) উচ্চারণের মধ্যে ধর্মচর্চা ও ঈমান আকিদা ঠিক রেখে ইহকাল, পরকালের নেকবন্দী হাসিল করতে হবে।

 

তিনি আরো বলেছেন, পবিত্র কোরআন ও হাদিস চর্চার মাধ্যমে মহানবি (স.) এর পবিত্র ধর্ম ইসলামকে প্রচার প্রসারের মাধ্যমে ইহকাল ও পরকালের মুক্তি লাভ সম্ভব। ৩০ নভেম্বর বুধবার দুপুরে নগরীর তাহেরাবাদ আবাসিক এলাকাস্থ সামাজিক সংগঠন আলামিয়া-নুরুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সাংবাদিক নুর মোহাম্মদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

 

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসুলাল্লাহ (স.) এর ৪১তম বংশধর, পীরেআনা পীর দস্তগীর শেখ মহিউদ্দিন আবদুল কাদের জিলানী (র.)-র ২৮তম বংশধর, এশিয়া ও ইউরোপ মহাদেশের শ্রেষ্ঠ খতিব-এ-আযম, শায়খুল ওলামা ওয়াল মাশায়িখ, আলে রাসুল, আওলাদে গাউসে পাক, পীরে ত্বরীকাত হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়্যদ শাহ্ মোহাম্মাদ আশ্রাফ কালিম আল আশরাফী আল জিলানী (ম.জি.আ)।

 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালী-এ-আহাদ, দরবারে আলীয়া আহমাদীয়া আশরাফীয়া জায়েস শরীফ, ইউ.পির সাজ্জাদানসীন নাবীরায়ে নাঈমুল আউলিয়া, শাহজাদায়ে খতিব-এ-আযম, আলে রাসুল, আওলাদে গাউসে পাক, হযরাতুল আল্লামা আলহাজ্ব ক্বারী শাহানশাহ-এ-তারান্নুম সৈয়দ শাহ্ আহমাদ জামাল আশরাফ আল আশরাফী আল জিলানী (ম.জি.আ)।

 

বিশিষ্ট সাংবাদিক এ কে এম আবু ইউসুফ এর সঞ্চালনায় ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলামিস্ট অধ্যাপক মাসুম চৌধুরী, রাউস সভাপতি ডা. এম এ জাফর, মার্টিন গ্র“পের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম সিদ্দিকী, রেনেসকো পরিচালক এম এ মুছা, ইতিহাস গবেষক সোহেল মো. ফখরুদ-দীন, হুজুরের খলিফা নিজামউদ্দিন আশরাফী, মান্নান আশরাফী, সুফী মোহাম্মদ ইসরাফিল হোসেন আশরাফী, সৈয়দ ফরিদ উদ্দিন মাসুদ, মোহাম্মদ সাদ্দাম হোসেন, মোহাম্মদ সাজার্ন, জমির হোসেন সানি, শহিদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ প্রমুখ।

 

সভার শুরুতে দ্বীন ইসলামের নবি হজরত মুহম্মদ (স.) কে সম্মান প্রদর্শনপূর্বক সালাতুস সালাম, খতমে কোরআন, খতমে খাজা গান, খতমে গাউছিয়া সহ দুনিয়া থেকে বিদায় নেওয়া সকল নরনারীর ঈসালী সওয়াব কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন রাসুলাল্লাহ (স.) এর ৪১তম বংশধর, পীরেআনা পীর দস্তগীর শেখ মহিউদ্দিন আবদুল কাদের জিলানী (র.)-র ২৮তম বংশধর, এশিয়া ও ইউরোপ মহাদেশের শ্রেষ্ঠ খতিব-এ-আযম, শায়খুল ওলামা ওয়াল মাশায়িখ, আলে রাসুল, আওলাদে গাউসে পাক, পীরে ত্বরীকাত হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়্যদ শাহ্ মোহাম্মাদ আশ্রাফ কালিম আল আশরাফী আল জিলানী (ম.জি.আ)।

 

রিপোর্ট : নুর মোহাম্মদ রানা।

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!