পতেঙ্গায় গর্তে ভরা সড়কে প্রাণের ঝুঁকি, কাউন্সিলরের অপেক্ষা টেন্ডারের

চট্টগ্রামের পতেঙ্গা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ফুটপাতের ভাঙ্গা ম্যানহোলটি মরণফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকিপূর্ণ ভাঙ্গা ম্যানহোলটির কারণে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ৬ মাসেরও বেশি সময় ধরে পড়ে থাকা ঝুঁকিপূর্ণ ভাঙা ম্যানহোলটি মেরামতের উদ্যোগ নিচ্ছে না চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

পতেঙ্গা উচ্চ বিদ্যালয় সংলগ্ন গুরুত্বপূর্ণ এ ফুটপাত দিয়ে প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থী, গার্মেন্টস কর্মীসহ নানা শ্রেণি পেশার জনসাধারণকে চলাচল করতে হয়। বিশেষ করে শত শত স্কুল শিক্ষার্থীকে ঝুঁকি নিয়ে এ পথ দিয়ে চলাচল করতে হয়। ফলে সবসময় আতঙ্কে থাকেন অভিভাবক, পথচারী ও স্থানীয়রা।

দীর্ঘদিন ধরে পড়ে থাকা এই ভাঙ্গা ম্যানহোল মেরামতের বিষয়ে সিটি কর্পোরেশনের কাউন্সিলরের উদাসীনতা আর অবহেলাকে দায়ী করছেন এলাকাবাসী। স্থানীয়রা বলছেন, মরণফাঁদ এই ম্যানহোল মেরামতে নির্বিকার কাউন্সিলর। অথচ প্রায় সময় গর্তে পড়ে আহতের হবার ঘটনা ঘটছে।

বুধবার ওই স্থানে গিয়ে দেখা যায়, পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ে চলছে পিএসসি পরীক্ষা। অভিভাবকরা স্কুলের সামনে অপেক্ষমাণ। ঝুঁকি নিয়ে পতেঙ্গা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ফুটপাতে ওপর বড় গর্তের পাশ দিয়ে চলাফেরা করছে শিক্ষার্থীসহ পথচারীরা। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা গর্তের ভেতর নারিকেল গাছের ঢাল দিয়ে রাখেন। পতেঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে জিইএম গেইট পর্যন্ত ফুটপাতের ভাঙা বেশকিছু স্থানের উপর কাঠ দিয়ে রাখা হয়েছে। অভিযোগ রয়েছে, বৈদ্যুতিক খুটিতে পর্যাপ্ত বাতির ব্যবস্থা না থাকায় রাতের বেলায় ভাঙ্গা ম্যানহোলটি ভাল করে দেখা যায় না।

পতেঙ্গায় গর্তে ভরা সড়কে প্রাণের ঝুঁকি, কাউন্সিলরের অপেক্ষা টেন্ডারের 1

মো. রাসেল নামের এক যুবক মুঠোফোনে চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ‘অনাকাঙ্খিত ঘটনা যাতে না ঘটে সামাজিক দায়বদ্ধতা থেকে কাঠ দিয়ে ভাঙ্গা ম্যানহোলটি আপাতত ঢেকে দিলাম। তবে এটা কোন স্থায়ী সমাধান না।’

এ বিষয়ে পতেঙ্গার বাসিন্দা বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মো. হান্নান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘পতেঙ্গা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ফুটপাত দিয়ে নানা শ্রেণী ও পেশার মানুষকে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলাচল করতে হয়। গত বেশ কয়েক মাস ধরে ভাঙ্গা ম্যানহোলেটি এভাবে পড়ে রয়েছে। মেরামতের কোন উদ্যোগ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হয়ত বড় ধরনের দুর্ঘটনা ঘটলে তখন তাদের ঘুম ভাঙবে।’

ভাঙ্গা ম্যানহোল মেরামতের বিষয়ে জানতে চাইলে ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জয়নাল আবেদীন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘টেন্ডার পাস না হওয়া পর্যন্ত এ কাজে হাত দেওয়া যাবে না। এ কাজগুলো বাস্তবায়ন করতে সময় লাগে। যারা গর্ত করেছে তাদেরকে বলেন। পত্রিকায় লেখেন, ভাল করেই লেখেন যাতে কর্তৃপক্ষের টনক নড়ে।’

সড়কে বাতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সড়ক উন্নয়নের কাজ চলছে। তাই বৈদ্যুতিক খুঁটিগুলো সরিয়ে ফেলার কারণেই একটু অন্ধকার হয়েছে।’

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!